ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল নিলামে দেশি ১৫৮ ক্রিকেটার: কোন ক্যাটাগরিতে কারা

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৭, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে সব ধরনের অনিশ্চয়তার অবসান হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল আসরের সময়সূচি, নিলামের তারিখ এবং দলসংখ্যা—সব তথ্যই প্রকাশ করেছে। জানা গেছে, এবারের আসর শুরু হবে ১৯ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর, বিকেল ৩টা, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। এ বছর নিলামে অংশ নেওয়ার জন্য ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও যাচাই-বাছাই শেষে ২৫০ জনকে চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে ১৫৮ জনকে।

নিচে ক্যাটাগরি অনুযায়ী দেশি ক্রিকেটারদের তালিকা দেওয়া হলো—

ক্যাটাগরি ‘এ’- লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম।

ক্যাটাগরি ‘বি’- এই তালিকায় আছেন ২০ জন ক্রিকেটার। উল্লেখযোগ্যরা: মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৌম্য সরকার, জাকের আলি অনিক।

ক্যাটাগরি ‘সি’– এখানে মোট ১৮ জন ক্রিকেটার। উল্লেখযোগ্য নামগুলো হলো—
আফিফ হোসেন, রিপন মণ্ডল, সাদমান ইসলাম, মুমিনুল হক, ইবাদত হোসেন, রনি তালুকদার, এনামুল হক বিজয়, সাব্বির রহমান।

ক্যাটাগরি ‘ডি’– এই ক্যাটাগরিতে আছেন ১৯ ক্রিকেটার। উল্লেখযোগ্যরা—
হাবিবুর রহমান সোহান, নাসির হোসেন, আরাফাত সানি, জিসান আলম, হাসান মুরাদ।

ক্যাটাগরি ‘ই’– এ তালিকায় ৩৭ জন ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম—
ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সানজামুল ইসলাম, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

ক্যাটাগরি ‘এফ’– সবচেয়ে বড় তালিকাটি—৬৬ ক্রিকেটার। উল্লেখযোগ্যরা—
অভিষেক দাস, মহিউদ্দিন তারেক, মোহর শেখ, আইচ মোল্লা, মার্শাল আইয়ুব, মেহেদী মারুফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।