
রাইজিংসিলেট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে “পোস্টাল ভোট বিডি” অ্যাপে ইতোমধ্যে ৫১ হাজার ৭২২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা যায়।
গত ১৯ নভেম্বর থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
নিবন্ধন চালু রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, তানজানিয়া, মরক্কো, চিলি, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে।
নির্বাচন কমিশন জানায়, অ্যাপে নিবন্ধন সম্পন্ন হলে ডাকযোগে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট দেওয়ার পর ভোটারদের ফিরতি খামে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
এ ছাড়াও বাংলাদেশে বসবাসরত বিশেষ ক্যাটাগরির ভোটাররা—যেমন নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও কয়েদিরা—১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করার সুযোগ পাবেন।
আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, যেখানে প্রবাসী ভোটার টার্গেট রাখা হয়েছে ৫০ লাখ।