
ভারত, বাংলাদেশ ও ভুটানে আট ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প রেকর্ড হয়েছে। এর মধ্যে সর্বশেষ কম্পনটি অনুভূত হয় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ছয়টায়।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে এবং মাত্রা ছিল ৩.৫ বলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। এর আগে বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভুটানে ৩ মাত্রার এবং রাত সাড়ে ৩টায় সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আরও একটি ভূমিকম্প রেকর্ড হওয়া তথ্য আন্তর্জাতিক সূত্রে উঠে আসে।
সিলেট আবহাওয়া অফিস স্থানীয়ভাবে ভূমিকম্প অনুভূত হওয়ার কোনো প্রমাণ পায়নি। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেটে ভূমিকম্প অনুভূত হওয়ার মতো কোনো ঘটনা তাদের যন্ত্রে রেকর্ড হয়নি। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ছয়টার মণিপুরের ৩.৫ মাত্রার কম্পন ভারতের সংশ্লিষ্ট দপ্তর প্রকাশ করেছে, তবে এর প্রভাব সিলেট অঞ্চলে অনুভূত হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হওয়ার দাবি করছেন অনেকে। কেউ কেউ আবার লিখছেন রাতে দুবার এবং সকালে একবার কম্পন অনুভূত হয়েছে। কিন্তু সিলেট আবহাওয়া অফিস বলছে, স্থানীয় পর্যবেক্ষণ যন্ত্রে এ ধরনের কোনো সিগন্যাল পাওয়া যায়নি এবং মণিপুর অঞ্চলের কম্পনের প্রভাবও সিলেটে পড়েনি।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেটে ৩.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট সীমান্ত এলাকায়। তবে এ সম্পর্কেও সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন নিশ্চিত করে বলেন, এমন কোনো তথ্য তাদের অফিসে রেকর্ড হয়নি।