
রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের নিয়ে নবগঠিত প্লাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা’–র আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির নেতৃবৃন্দ আগামী দিনের সংগঠনের কাঠামো, কার্যক্রম, সদস্য সংগ্রহ ও জুলাই যোদ্ধাদের কল্যাণমূলক উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, সংগঠনের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মান, অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
সভায় উপস্থিত কমিটির নেতারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করাসহ পরবর্তী সাধারণ সভার তারিখ নির্ধারণে মতবিনিময় করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।