
রাইজিংসিলেট- বিপিএলের গত আসরে স্পট–ফিক্সিংসহ নানা বিতর্ক ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দেয়—ফিক্সিং–সংশ্লিষ্ট অভিযোগে যেসব ক্রিকেটারের নাম উঠেছে, তারা আসন্ন দ্বাদশ বিপিএলে অংশ নিতে পারবেন না। স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট এখনো প্রকাশ না হলেও নিলামের ঠিক আগের দিনে ঘোষিত দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন পরিচিত মুখ।
আগামীকাল রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে দ্বাদশ বিপিএলের নিলাম। তার আগে বিসিবির প্রকাশিত দেশীয় ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি একাধিক তারকা খেলোয়াড়ের। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত—দুজনই অতীতে নিজ নিজ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
গত আসরে বিজয় খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে এবং মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে। বিসিবি বাদ দেওয়া ক্রিকেটারদের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি; তবে বোর্ডের ফিক্সিং–বিরোধী কঠোর অবস্থানের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজয় ও মোসাদ্দেক ছাড়া বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে আছেন—
আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল হক ও শফিউল ইসলাম।
চূড়ান্ত তালিকায় মোট স্থান পেয়েছেন ১৫৯ জন দেশীয় ক্রিকেটার। এর মধ্যে:
‘এ’ ক্যাটাগরি: লিটন দাস ও নাঈম শেখ
‘বি’ ক্যাটাগরি: ১২ জন
‘সি’ ক্যাটাগরি: ১৭ জন
‘ডি’ ক্যাটাগরি: ২৬ জন
‘ই’ ক্যাটাগরি: ৩৮ জন
‘এফ’ ক্যাটাগরি: ৬৩ জন
নিলামের নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে নির্দিষ্ট ক্যাটাগরি থেকে ন্যূনতম সংখ্যক খেলোয়াড় কিনতে হবে—
‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে কমপক্ষে ২ জন,
‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে কমপক্ষে ৬ জন,
‘ই’ ক্যাটাগরি থেকে কমপক্ষে ৩ জন,
‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে ১ জন।