
রাইজিংসিলেট- সিলেট–ঢাকা আকাশপথে টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সাম্প্রতিক সময়ে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের অসন্তোষের পর জাতীয় পতাকাবাহী এয়ারলাইনটি ভাড়া পুনর্নির্ধারণ করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি মাথায় রেখে সিলেট-ঢাকা-সিলেট রুটে নতুন ভাড়া কাঠামো চালু করা হয়েছে।
নতুন ভাড়া অনুযায়ী
• সর্বনিম্ন ভাড়া ২,০২৪ টাকা; ট্যাক্সসহ মোট ৩,১৯৯ টাকা।
• সর্বোচ্চ ভাড়া ৭,০২৪ টাকা; ট্যাক্সসহ মোট ৮,১৯৯ টাকা।
বিমান ভাড়া হ্রাসকে যাত্রীরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন এবং এতে ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।