ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় গেলেন আরিফুল হক চৌধুরী

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩০, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে গেলেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

গতকাল শনিবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলায় পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রোগ্রাম বাতিল করে বিকেলে সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন এবং বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়ে আলোচনা করেন।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন’র সাথে সাক্ষাৎ করেন এবং দেশনেত্রীর চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ খবর নেন। ডা. জাহিদ এসময় আরিফুল হক চৌধুরীকে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরিফুল হক চৌধুরী বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজন। রাজনীতি, দল-মত, মতাদর্শ সব কিছুর ঊর্ধ্বে তিনি সবার কাছে সম্মানিত রাজনৈতিক অভিভাবক। তার দিক নির্দেশনা ঐক্যবদ্ধ করতে জাতির জন্য খুবই প্রয়োজন। দল-মত দেশী-বিদেশী বাংলাদেশী সবাই তার জন্য দোয়া করছেন। আমি আমার সিলেট বাসীর কাছে আমার দেশমাতার জন্য প্রাণ খুলে দোয়ার করার জন্য আহবান জানাচ্ছি। তিনি যেন দ্রæত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। রাজনীতি, দল ও দেশের জন্য তাঁর সুস্থ্যতা খুব প্রয়োজন। আল্লাহ পাক যেন আমার নেত্রীকে দীর্ঘায়ু, সুস্থ্যতা দান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।