
সোমবার (১ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উভয়েই পৃথকভাবে এই আহ্বান জানান এবং খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেন।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন।
তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে ছড়ানো গুজব ও বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে—এতে কেউ যেন কান না দেয়।
চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, তিনি বর্তমানে সিসিইউতে আছেন। আগে যে চিকিৎসা দেওয়া হচ্ছিল, গতকাল ও গত পরশু যেমন ছিল, আজও তেমনভাবেই চিকিৎসা চলছে। এর বাইরে আর কোনো নতুন আপডেট নেই।
রিজভী আরও উল্লেখ করেন, তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে ঘিরে আজ গোটা জাতি এক বেদনাবিধুর অবস্থায় রয়েছে এবং পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষক—সবাই তার জন্য দোয়া করছেন।
তিনি বলেন, খালেদা জিয়া এখনো খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, তবে গত দুই দিনের মতোই তিনি একই অবস্থায় আছেন।
একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গণমাধ্যমকে বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।
দুই শীর্ষ নেতা দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় কায়মনো বাক্যে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক তার চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন।