
এনইউবি’ল স্টুডেন্ট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আয়োজন “দ্য চ্যাম্পিয়ন’স ট্রিবিউট অ্যান্ড ফ্যাকাল্টি ওয়েলকাম গালা কনসার্ট ২০২৫”। রবিবার (৩০ নভেম্বর) নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূর জাহান, প্রক্টর মো. শামসুল কবির, এবং আইন ও বিচার বিভাগের সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রথমেই ইন্ট্রা ল’ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করেন উপস্থিত সকল শিক্ষকবৃন্দ। এরপর আইন ও বিচার বিভাগের সিনিয়র লেকচারার নাজিয়া ফেরদৌসি দিনার প্রতি বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে বিভাগের নতুন চারজন শিক্ষক মো. মোকবুল হোসেন, মো. মেহেদী হাসান ফাগুন, আহমদ হুসাইন আক্কাস এবং ঐশ্বরিয়া দাস ঐশীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড কসমিক রে এবং আলফা কমিউনিটি।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের “পোস্টার প্রেজেন্টেশন ডে” অনুষ্ঠিত
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন ও বিচার বিভাগে রোববার (৩০ নভেম্বর) আন্তঃ সেমিস্টার পোস্টার প্রেজেন্টেশন ডে অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির শিক্ষক মোঃ মাহদী হাসান ফাগুনের উদ্যোগে আয়োজন করা এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীরা বিভিন্ন আইনি, সামাজিক ও গবেষণাধর্মী বিষয় নিয়ে তাঁদের পোস্টার উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল। তিনি শিক্ষার্থীদের উদ্যোগ, উপস্থাপনা দক্ষতা এবং গবেষণামুখী মানসিকতার প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ আইনজীবী হিসেবে প্রস্তুত হওয়ার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুন নবী রুপক তিনি তাঁর বক্তব্যে বলেন, “একজন সফল আইনবিদ হতে শুধু পাঠ্যপুস্তক জানা যথেষ্ট নয় বস্তুনিষ্ঠ চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা, সঠিক উপস্থাপন এবং গবেষণা মনোভাব গড়ে তোলাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”
বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের কাজ পর্যালোচনা করে মূল্যবান পরামর্শ প্রদান করেন। তাঁদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক সমৃদ্ধ ও শিক্ষণীয় পরিবেশ তৈরি করে।
শিক্ষার্থীদের সুন্দর উপস্থাপনা, গবেষণায় আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ এ বিভাগের একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিকতারই প্রতিফলন।