ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জামায়াত নেতৃবৃন্দের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিত দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর জামায়াত কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনের (মহানগর ও সদর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনের (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) জামায়াত মনোনীত এমপি প্রার্থী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা, মহানগর মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয় রহমান শিউলি, মহানগর সহকারী সেক্রেটারী সাহিম খানম হেপি ও জেলা সহকারী সেক্রেটারী ডা: আঙ্গুরা বেগম প্রমূখ।
এসময় মার্কিন দূতাবাস কর্মকর্তা আগামী নির্বাচনের জামায়াতের প্রস্তুতি এবং ক্ষমতায় গেলে ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জামায়াতের মতামত সম্পর্কে অবহিত হন।

এ ব্যাপারে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে জামায়াতের ভুমিকার কথা জানিয়েছি। জামায়াত ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে জামায়াতের বিভিন্ন পদক্ষেপ এবং নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে তুলে ধরেছি। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্থে মার্কিন সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে বিস্তারিত আলাপ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।