ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজে কর্মসূচি পালন করেছে

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ads

‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস–২০২৫ উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ৩ ডিসেম্বর দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল নয়টায় কলেজ ক্যাম্পাসে বেলুন উড়ানো এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান।

শোভাযাত্রা শেষে কলেজের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি পরিচালনা করেন
ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিম,  সভাপতিত্ব করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন,ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এম. জামান,বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সাধারণ সম্পাদক ডা. এ. কে. আজাদ।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ. এস. এম. মাইনুল হাসান।

সভায় বক্তারা বলেন—প্রতিবন্ধিতা ও শারীরিক অসামর্থ্য দূরীকরণে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসার গুরুত্ব অত্যন্ত ব্যাপক। বাত, ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন স্নায়ুরোগ নির্ণয় ও পুনর্বাসনে এই বিশেষায়িত চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা অপরিসীম। ওষুধের পাশাপাশি ব্যায়াম ও ফিজিক্যাল থেরাপির সমন্বিত চিকিৎসা রোগীদের দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে।

বক্তারা আরও বলেন—“আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেখানে প্রতিবন্ধীসহ প্রত্যেক নাগরিক মর্যাদার সঙ্গে বাঁচবে, প্রয়োজনীয় পুনর্বাসন সেবা পাবে এবং রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সমানভাবে অংশগ্রহণ করবে।”

পরে আলট্রাসাউন্ড বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চিকিৎসক, শিক্ষক, ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।