
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এই সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক ও দলের নেতাকর্মীসহ ১৪ জন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বেগম খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। তারপরই রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
তাদের নিরাপত্তা নিশ্চিত করতে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এ ছাড়াও বাকি সফর সঙ্গীরা হলেন আব্দুল হাই মল্লিক, মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার।
সফর সঙ্গী হিসেবে থাকছেন ৫ জন ডাক্তার। তারা হলেন- ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, শাহাবুদ্দিন তালুকদার, নুরউদ্দিন আহমেদ, জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।