ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৩০০ জন নারী পোশাককর্মী নিয়োগ দেওয়া হবে জর্ডান

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৪, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ সরকারের অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে জর্ডানের খ্যাতনামা পোশাক নির্মাতা প্রতিষ্ঠান “তাস্কার অ্যাপারেল” এ ৩০০ জন নারী পোশাককর্মী নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কর্মীরা সরকারিভাবে জর্ডানে গিয়ে কর্মজীবন শুরু করতে পারবেন এবং কোম্পানি আসা-যাওয়ার বিমান ভাড়াও বহন করবে।

যোগাযোগ ও আবেদন: নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট বোয়েসেল কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এভাবেই বাংলাদেশি নারীদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। যেখানে সরকারের সহায়তায় নিরাপদ ও সুবিধাজনক পরিবেশে তারা আন্তর্জাতিক কর্মজীবন শুরু করতে পারবেন।

এই পদে আবেদন করতে হলে নারী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং পোশাক শিল্পে অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষত প্লেইন মেশিন ও ওভারলক মেশিন চালনায় দক্ষতা আবশ্যক। কাজের সময় দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন, পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম সুবিধাও থাকবে।

তাস্কার অ্যাপারেল তাদের উন্নত কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। এখানে ‘মেশিন অপারেটর’ পদে কাজ করার সুযোগ মিলবে, যেখানে বাছাইপ্রাপ্ত নারীরা মাসিক বেতন হিসেবে ২১,৩১১ টাকা পাবেন। এছাড়া কর্মীদের জন্য রয়েছে বিনামূল্যে থাকার ব্যবস্থা, তিন বেলা পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা।

প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক হলেও, কর্মীদের কর্মদক্ষতা বিবেচনায় চুক্তি নবায়নের সম্ভাবনা রয়েছে। জর্ডানের শ্রম আইন অনুসারে অন্যান্য সুবিধা ও শর্তাবলী প্রযোজ্য হবে। তবে যাদের বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডান উভয় দেশের আদালতে মামলা চলছে বা যাঁরা পূর্বে জর্ডান থেকে ফেরত এসেছেন, তারা আবেদন করতে পারবেন না।

নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে। যারা এই সুযোগ নিতে চান, তাদের জন্য এটি ভাগ্য পরিবর্তনের একটি সুবর্ণ মাধ্যম হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।