
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে সর্বধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টায় ছাতক পৌরসভার রামকৃষ্ণ সেবাশ্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ছাতক উপজেলা শাখার উদ্যোগে এ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অশোক তালুকদার, আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও সদস্য, আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকর কুমার দাস, ১ম যুগ্ম আহ্বায়ক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান রুলে ফ্রন্ট, সুনামগঞ্জ জেলা শাখা এবং রমাকান্ত দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সুনামগঞ্জ জেলা শাখা।
সভাপতিত্ব করেন রবীন্দ্র কুমার দাস, আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ছাতক উপজেলা শাখা।
এছাড়া উপস্থিত ছিলেন, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। বিপ্লব চন্দ্র পাল, মানিক আচার্য, মনজিদ ঘোষ, তূর্য্য রায়, সাগর সরকার, নুপুর দাস, শ্যামল দাস, সুধাংশু দে, শাওন আচার্য, সুব্রত চন্দ্র, প্রীজন্দ্র রায়, তপন পাল, রত্না মালাকার, কানু চক্রবর্তী, রণজিৎ পাল, তপু মালাকার, রণজিৎ দাস, জোমনা রানী পাল, অসীম পাল, গৌরাঙ্গ পাল, বিপ্লব দেবনাথসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। শেষে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন।