ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফখর জামানকে শাস্তি দিয়েছে আইসিসি

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

পাকিস্তানি ওপেনার ফখর জামানকে আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে একই ধরনের অপরাধে ভারতীয় পেসার হর্ষিত রানাকেও শাস্তি দেওয়া হয়।

আইসিসির প্লেয়ার ও সাপোর্ট স্টাফ আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানো বা আপত্তি প্রকাশ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই ধারায় অপরাধী সাব্যস্ত হওয়ায় ফখরের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট, যা গত ২৪ মাসে তার প্রথম অপরাধ।

জিও সুপারের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অনুচিত আচরণের জন্য ফখরকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা দিতে হয়েছে। আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন করায় এই শাস্তি নির্ধারণ করা হয়।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে। আউট হওয়ার পর মাঠের আম্পায়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ তর্কে জড়িয়ে পড়েন ফখর জামান। ম্যাচ রেফারি রিয়ন কিং তার বিরুদ্ধে শাস্তির প্রস্তাব দেন। অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও আসিফ ইয়াকুব, তৃতীয় আম্পায়ার রশিদ রিয়াজ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি অভিযোগ দাখিল করেন। অপরাধ স্বীকার করায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।