
মদ-গাঁজাসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌণে ৫টার দিকে সিলেটের নরককুণ্ড হিসাবে কুখ্যাত বন্দরবাজারের কাষ্টঘর সুইপার কলোনী অভিযান চালিয়ে র্যাব পুলিশ ও সেনাসদস্যরা তাদের গ্রেপ্তার করে বলে জানায় র্যাবের গণমাধ্যম শাখা।
এসময় তাদের হেফাজত থেকে ১৯৩ লিটার দেশী মদ ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনীর মৃত গামার ছেলে বিশাল (২৩), জালালাবাদ থানার টিলারগাঁওয়ের চুনিলাল রায়ের ছেলে আকাশ (২৩), কাষ্টঘর সুইপার কলোনীর সুরুজের ছেলে সুব্রত (২১), শুভলালের ছেলে রাজা (২০), মৃত দুলাল লালের ছেলে করণ লাল (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সবাইকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।