
বন্ধন ক্লাব গোলাপগঞ্জর উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ ইং আয়োজন করা হয়েছে।।
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব মোঃ শাহ্ আলম(অতিরিক্ত পুলিশ সুপার,গোলাপগঞ্জ সার্কেল।। বিশেষ অতিথিঃ জনাব দেওয়ান নাজমুল আলম(শিক্ষা অফিসার,গোলাপগঞ্জ,সিলেট।।
সভাপতিত্ব করেনঃ এম. মাজহারুল ইসলাম হাসান।।
আজ ৬-১২-২৫ ইং রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্টিত হয়।এতে আমার জ্যাষ্ট কন্যা “Sushmita Debnath Pragya” গোলাপগঞ্জ উপজেলার মধ্যে Talentphul Scholarship এ মেধা তালিকায় সম্মানের সহিত ২য় স্থান অর্জন করেছে।
আমি ও তার মা আমরা পরিবারের পক্ষ থেকে ফেইসবুক বন্ধু,আত্মীয়-স্বজন,শুভাকাঙ্কী,গুনাগ্রাহী সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল এবং বন্ধন ক্লাব গোলাপগঞ্জ এর সম্মানিত সভাপতি ও কমিটির সকল নেতৃবৃন্দ এবং এম.সি.একাডেমি গোলাপগঞ্জের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীর অভিবাবকবৃন্দ সহ সকলের প্রতি আন্তরিক অভিনন্দন,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেই সাথে আমার মেয়ে যাতে ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সকলে আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।