
বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদরের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল আড়াই টায় সংগঠনের ২নং সেডে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হাজী ফরিদুর রহমানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম মান্নার পরিচালনায় সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে হাজী ফরিদুর রহমানকে আহবায়ক ও হাজী মুহিবুর রহমান জিলুকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবু হায়দার। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম মান্না ও আব্দুল মুকিত।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত এক সাধারণ সভায় সিলেট সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।