
রাইজিংসিলেট- সিলেট নগরে রাত সাড়ে ৯টার পর আর কোনো মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে না—এ সিদ্ধান্ত আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাত সাড়ে ৯টার মধ্যেই কার্যক্রম বন্ধ করতে হবে।
গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে বাজার কমিটির নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জানানো হয় যে ৭ ডিসেম্বর থেকেই নির্দেশনা কার্যকর হবে।
এছাড়া নগরের যানজট কমাতে সব মার্কেট ও শপিং মলকে নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ভবনের নকশায় পার্কিংয়ের জায়গা থাকলেও তা দোকান হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে খালি করে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে।