ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিইসির ভাষণ সম্প্রচারে প্রস্তুতি নিতে বিটিভি ও বেতারকে ইসির চিঠি

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৮, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড ও সম্প্রচারের জন্য রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভাষণ রেকর্ড করার জন্য ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারকে কমিশন ডেকেছে। রেকর্ডিং-এর সঠিক সময় পরে কমিশন জানাবে।

সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ হতে পারে ১১ ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে ১২ ফেব্রুয়ারি। তবে ৮ অথবা ১০ ফেব্রুয়ারি ভোট হওয়ার সম্ভাবনা ও রয়েছে।

নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের প্রস্তুতির বিষয়ে অবহিত করা হয়েছে। এছাড়া ১০ ডিসেম্বর সিইসি ও অন্যান্য কমিশনার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর সিইসির ভাষণ ও নির্বাচনের তফসিল সম্প্রচার করা যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।