
রাইজিংসিলেট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড ও সম্প্রচারের জন্য রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভাষণ রেকর্ড করার জন্য ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারকে কমিশন ডেকেছে। রেকর্ডিং-এর সঠিক সময় পরে কমিশন জানাবে।
সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ হতে পারে ১১ ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে ১২ ফেব্রুয়ারি। তবে ৮ অথবা ১০ ফেব্রুয়ারি ভোট হওয়ার সম্ভাবনা ও রয়েছে।
নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের প্রস্তুতির বিষয়ে অবহিত করা হয়েছে। এছাড়া ১০ ডিসেম্বর সিইসি ও অন্যান্য কমিশনার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর সিইসির ভাষণ ও নির্বাচনের তফসিল সম্প্রচার করা যেতে পারে।