
শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত দুটি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন দুটির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা এবং নবযোগদানকারী শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সমাজসেবক, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা সম্প্রসারণে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল শান্তিগঞ্জ উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ভবন স্থাপনের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল প্রতিষ্ঠিত হয় এবং অস্থায়ী একটি ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। পরে ২০২৫ সালের মধ্যে নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত সম্পন্ন করে স্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।