
রাইজিংসিলেট- বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং নেতাকর্মীরা তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়িরমাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়ার বাড়ির সামনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এ্যানি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজনে তাঁকে দেশের বাইরে নিতে হলে লন্ডনে থাকা তাঁর সন্তানের উপস্থিতি প্রয়োজন। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তবে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন- এমন সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন, যা কয়েক দিনের মধ্যেই ঘটতে পারে বলে আশা করেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন কঠিন চ্যালেঞ্জের, কারণ প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে। তাঁর দাবি, আওয়ামী লীগ মাঠ ছেড়ে দিয়েছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। তবে দেশে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উঠান বৈঠকে ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।