
রাইজিংসিলেট- সিলেটের জৈন্তাপুরে পুলিশি অভিযানে একটি পর্যটকবাহী বাস থেকে ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় পর্যটকবাহী হানিফ পরিবহনের একটি বাস তল্লাশি চালিয়ে কম্বলগুলো উদ্ধার করা হয়।
বিকেল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকা মেট্রো-ব-১৫-১৯৭৭ নম্বরের বাসটি তল্লাশির সময় ভারতীয় এসব কম্বল পাওয়া যায়। এ ঘটনায় বাসে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দা ইউনিয়নের কুমারটেক গ্রামের বাসিন্দা ফারুক ভূঁইয়ার ছেলে সজীব ভূঁইয়া (২৩)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কম্বলসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে তারা সর্বদা তৎপর রয়েছেন।