
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মলাইকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের ১৩ বছর বয়সী ছেলে ইবনে আব্বাস (লিমন) নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে আনুমানিক ৯টার দিকে কোতোয়ালী থানাধীন আলিয়া মাদরাসা মাঠ এলাকা থেকে ইবনে আব্বাস (লিমন) নিখোঁজ হয়। ঘটনার পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে নিখোঁজের ঘটনায় ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর: ১৩৮১।
নিখোঁজ ইবনে আব্বাসের গাত্রবর্ণ ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি। পরিবার জানায়, তাকে দ্রুত শনাক্ত করার জন্য নিখোঁজের সময়ের ছবি ও আগের ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—কেউ যদি ইবনে আব্বাস (লিমন)-কে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে মানবিক বিবেচনায় দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।
সঠিক ও কার্যকর তথ্য প্রদানকারীকে পরিবারের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
যোগাযোগ- নম্বর:
০১৭২৪-৪৬১৮৯২
০১৩০৬১৬৯৬৭৮
০১৭৫২৬৯২৪৫৫- নিখোঁজ কিশোরের অভিভাবক তানভীর আহমদ।
ঠিকানা—গ্রাম: মনাইকান্দি, ডাকঘর: মাতুরতল বাজার, উপজেলা: গোয়াইনঘাট, জেলা: সিলেট।