ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি- নাহিদ ইসলাম

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৬, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। শুধু পুলিশের ওপর নির্ভর করে সরকার তাদের জীবন নিরাপদ রাখতে পারবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, এ ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কিন্তু গত ৫৪ বছরে বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।

এনসিপির আহ্বায়ক জানান, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার তৈরিতে দলটির প্রার্থীরা মাঠে কাজ করবেন।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে নানা বয়ানে রাজনীতি করা হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, যা অর্ধশতাব্দীতেও বাস্তবায়ন হয়নি। নতুন বাংলাদেশে সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। দলীয় দৃষ্টিভঙ্গি নয়, একাত্তরের চেতনা থেকেই মুক্তিযুদ্ধকে দেখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।