
রাইজিংসিলেট- সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানার নরসিংহ টিলা কবরস্থানের সামনের ফুটপাথে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন- কোতোয়ালী থানার ভাতালিয়া এলাকার বাসিন্দা বদরুল ইসলাম (৬১) এবং মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকার দিপু দেব (১৯)। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে একই দিন বিকেল ৩টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানার রিকাবীবাজার এলাকায় ফুলকলির সামনে সড়কে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে সেখান থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঘাসিটুলা এলাকার জিসান আহমেদ (১৯) এবং বিয়ানীবাজার থানার উজানঢাকি এলাকার ফারুক হোসেন (৫৯)। এ ঘটনাতেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জালালাবাদ থানার এসআই ফাইনূর রহমানের নেতৃত্বে পুলিশ নাজিরেরগাঁও পয়েন্ট এলাকায় বাদাঘাট তেমুখি সড়কের পাশে ওয়ারিছ মিয়ার মার্কেটের একটি দোকানে অভিযান চালায়। অভিযানের সময় জুয়া খেলার অবস্থায় নয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানার চাতলী বন্দ এলাকার আব্দুর রব (৪৫) ও আব্দুর কাহির (৪৫), নাজিরেরগাঁও এলাকার আব্দুল লতিব (৪০), হারিচ মিয়া (৪৫), দেলোয়ার হোসেন (৫৫), রকিব উদ্দীন (৩৮), কুমারগাঁও এলাকার মো. তোফাজ্জল (৪৫), নয়াখুরুমখোলা এলাকার আমীর আব্দুর শহীদ (৪০) এবং টুকেরগাঁও এলাকার ফাজিল আহম্মদ (৪৫)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।