
রাইজিংসিলেট- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯ ও র্যাব-১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ থেকে বাইজিদ মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার বাইজিদ মিয়া মাধবপুর উপজেলার উত্তর বেজুরা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাধবপুর থানায় করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক নম্বর আসামি হিসেবে বাইজিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।