
রাইজিংসিলেট- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া নিয়মিতভাবে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
তিনি আরও জানান, বর্তমান অবস্থায় তাঁর চিকিৎসা প্রক্রিয়া সঠিকভাবেই চলমান রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাবেক এই প্রধানমন্ত্রী একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। এর মধ্যে লিভার ও কিডনিসংক্রান্ত জটিলতা, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং বিভিন্ন ধরনের সংক্রমণজনিত সমস্যা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।