
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা আগামীকাল শনিবার বাদ যোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আয়োজকরা দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে গায়েবানা জানাজার নামাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক লিটন আহমেদ ও সদস্য সচিব নোমান আহমেদ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদী জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর শাহাদাত জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। গায়েবানা জানাজায় উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।