ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর জয় পেলেও জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২০, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ads

ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর জয় পেলেও জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে মাঠে নামায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেড় লাখ টাকা জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

গত ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুতে বিলম্ব করায় এএফসি কম্পিটিশন ম্যানুয়েল ২.২ ধারা ভঙ্গের দায়ে বাফুফেকে ১,২৫০ মার্কিন ডলার জরিমানা করে এএফসি ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। এই জরিমানার অর্থ পরিশোধের জন্য বাফুফেকে এক মাস সময় দেওয়া হয়েছে।

এর আগেও একই ধরনের ঘটনায় জরিমানার মুখে পড়েছিল বাংলাদেশ। চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে দেরিতে মাঠে নামায় বাফুফেকে ১,৫০০ ডলার জরিমানা করেছিল এএফসি। যদিও হংকংয়ের বিপক্ষে ম্যাচে এমন কোনো ঘটনা ঘটেনি, তবে ভারতের বিপক্ষে আবারও একই ভুলের পুনরাবৃত্তি হলো।

ম্যাচের ১১ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। রাকিব হোসেনের দারুণ দৌড়ে নেওয়া আক্রমণ থেকে মোরসালিনের উদ্দেশ্যে বাড়ানো নিখুঁত পাসে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড মোরসালিন। সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর গ্যালারিতে উল্লাসে মাতে দর্শকরা।

এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ ও ভারতের। তবে নিয়মরক্ষার এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল মর্যাদার লড়াই। বিশেষ করে ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয় না পাওয়ার হতাশা নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।