ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২১, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ ঢাকাস্থ সিলেট বিভাগের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও নির্দেশনায় সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটি সিলেট বিভাগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মিজান।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বেলাল আহমেদ।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এ কে এম রিপন তালুকদার।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মোহাম্মদ নিজাম উদ্দিনকে এবং
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সারোয়ার আলম খান।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন—
জিয়াউর রহমান (সিলেট), সেবন মিগ্র (হবিগঞ্জ), রামিনুল হক সাদ (সুনামগঞ্জ), এডভোকেট আলমগীর খান (হবিগঞ্জ), ডা. পান-ই-আমীর জাবেদ (সিলেট), গেলাম রব্বানী তালুকদার (সুনামগঞ্জ), শাম আইনুল হক বেয়া (হবিগঞ্জ), নাজমুল হাসান রাসেল (সিলেট), ফজল চৌধুরী সজল (সিলেট), এডভোকেট আয়েশা আক্তার (হবিগঞ্জ), নামিন চৌধুরী, ফয়েজ আহমেদ (মৌলভীবাজার), ওয়াহিদুজ্জামান চৌধুরী সজিব ও ফজলুল হক ফজলু (হবিগঞ্জ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন—
খোরশেদ আলম (হবিগঞ্জ), কাউয়ার আহমেদ, জয়নুল আহমেদ জাহাঙ্গীর (হবিগঞ্জ), মোহাম্মদ জাকারিয়া (হবিগঞ্জ) ও আবু সাঈদ (সুনামগঞ্জ)।

এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন—
পরিফ আহমেদ, আক্তার হোসেন (হবিগঞ্জ), শাহ জামাল (মৌলভীবাজার), আল-মিজান (হবিগঞ্জ) ও নজরুল ইসলাম (হবিগঞ্জ)।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তোফায়েল আহমেদ পায়েল (হবিগঞ্জ)।
নেতৃবৃন্দ বলেন, নবগঠিত এই আংশিক কমিটির মাধ্যমে সিলেট বিভাগের সাংগঠনিক কাঠামো আরও সুসংহত হবে এবং জাতীয়তাবাদী আদর্শকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।