
রাইজিংসিলেট- সম্প্রতি দেশে মূল্যস্ফীতির হার অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের সঞ্চয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকে টাকা জমা রাখলেও পাওয়া যেত কম সুদ, যা মূল্যস্ফীতির তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল। তবে বর্তমানে ব্যাংক আমানতের সুদহার বাড়তে শুরু করেছে। অনেক ব্যাংক এখন এমন সুদ দিচ্ছে, যা সঞ্চয়পত্র বা বন্ডের তুলনায় বেশি। ফলে আমানতকারীদের আগ্রহ আবার বাড়ছে।
তবে শুধু বেশি সুদ পেলেই সেখানে টাকা রাখা উচিত নয়। টাকা রাখার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি।
সুদের হারে পরিবর্তন: একটি ইতিবাচক ধারা
বাংলাদেশ ব্যাংক ঋণের সুদহারের নির্ধারিত সীমা তুলে দেওয়ার পর ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে আমানত টানতে উচ্চ সুদের হার অফার করছে। কোনো কোনো ব্যাংক এখন পাঁচ থেকে সাত বছরের মধ্যে টাকা দ্বিগুণ করার সুযোগ দিচ্ছে। এই পরিস্থিতিতে, সঠিক সময় ও জায়গা বেছে নিয়ে টাকা জমা রাখলে আপনি লাভবান হতে পারেন।
টাকা রাখার আগে যেগুলো ভাবতে হবে
১. মেয়াদি আমানতের শর্ত বুঝে নিন
সাধারণত দীর্ঘমেয়াদি আমানতে বেশি সুদ পাওয়া যায়। তবে মাঝপথে আমানত ভেঙে ফেললে জরিমানা দিতে হতে পারে বা কম সুদ পেতে পারেন। তাই শর্ত ভালোভাবে জেনে তবেই সিদ্ধান্ত নিন।
২. মূল্যস্ফীতি বিবেচনায় নিন
শুধু সুদের হার দেখলে চলবে না। এখনকার মূল্যস্ফীতির হারের সঙ্গে তুলনা করে দেখতে হবে প্রকৃত মুনাফা কতটা। কারণ মূল্যস্ফীতি বেশি হলে আপনার সুদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যেতে পারে।
৩. ব্যাংকের আর্থিক অবস্থা যাচাই করুন
সবচেয়ে বেশি সুদ যে ব্যাংক দিচ্ছে, সেটাই যে সবচেয়ে ভালো—তা নয়। দুর্বল আর্থিক ভিত্তির ব্যাংকগুলো সাধারণত বেশি সুদ অফার করে। তাই ব্যাংকের স্থিতিশীলতা, খেলাপি ঋণের হার, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির তথ্য দেখে তবেই সিদ্ধান্ত নিন।
৪. তাৎক্ষণিক ঋণ সুবিধা আছে কি না দেখুন
কিছু ব্যাংকে স্থায়ী আমানতের বিপরীতে সহজ শর্তে ঋণ পাওয়া যায়। আপনি যদি ভবিষ্যতে এমন সুবিধা নিতে চান, তাহলে এই দিকটি গুরুত্ব দিয়ে বিবেচনা করুন।
৫. সুদের ওপর করের বিষয়টি বুঝে নিন
ব্যাংক সুদের ওপর উৎসে কর কাটা হয়। আপনার কর রিটার্নে এটি সঠিকভাবে দেখানো জরুরি। তাই করপত্রের দিকটিও মাথায় রাখুন।
কোন ব্যাংকে কী ধরনের সুবিধা- বর্তমানে কিছু ব্যাংক উচ্চ সুদের অফার দিচ্ছে। উদাহরণ হিসেবে:
এক্সিম ব্যাংকে ৫ বছর ৪ মাসে টাকা দ্বিগুণ
এবি, প্রিমিয়ার ও ন্যাশনাল ব্যাংকে ৫.৫ বছরে দ্বিগুণ
রূপালী ব্যাংকে ৬ বছর ৯ মাসে
ইউসিবি ও এনসিসি ব্যাংকে ৬ বছর ৯ থেকে ১১ মাসের মধ্যে
মিউচুয়াল ট্রাস্ট ও ট্রাস্ট ব্যাংকে ৭ বছর ৩ মাসে
সিটি ব্যাংকে প্রায় ৯ বছরে দ্বিগুণ