সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমাকে যদি নগরবাসী ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি নগর ভবন থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে উদ্যোগী ভূমিকা নেবো। অতীতের মেয়রদের কার্যকলাপ সম্পর্কে নগরবাসী অবহিত রয়েছেন। তারা শুধু ফাঁকা বুলিতেই মশগুল ছিলেন। কাজের কাজ কিছুই হয়নি। একটু বৃষ্টি হলেই নগরবাসীকে পানিতে হাবুডুবু খেতে হয়। আমি নির্বাচিত হলে মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীর উন্নয়ন সাধিত করবো ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের মুরাদপুর বাজারে জাতীয় পার্টি আয়োজিত বিশাল পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি নগরবাসীর চাহিদা পূরণে সকল শ্রেণির মানুষের কল্যাণ সাধনের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রবীণ মুরব্বী তাকবীর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব শাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত, জেলা জাপার অন্যতম সদস্য মামুনুর রশীদ।
জাতীয় পার্টি মহানগর শাখার অন্যতম নেতা মামুনুর রশিদের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৩১নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক আফতাব আহমদ, সদস্য সচিব ছদরুল ইসলাম, প্রবীণ মুরব্বী কুনু মিয়া, আলাই মিয়া, আবুল হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জুবের আহমদ। এদিকে বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা উত্তর মোহাম্মদপুরের আব্দুল মন্নানের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী আসাদুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল আসন্ন সিসিক নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব শাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী।
মতবিনিময় সভায় জুনেদ আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, লোকমান আহমদ, মনু মিয়া, সাদ্দাম হোসেন, জুয়েল মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এনাম উদ্দিন। বিজ্ঞপ্তি