সারে তের লক্ষ সদস্যের অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) “উই হাট বাজার” দিনব্যাপী অফলাইন মেলার আয়োজন হতে যাচ্ছে। শনিবার (১৫ই এপ্রিল) সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবে প্রাঙ্গণে (ব্লু বার্ড স্কুলের বিপরীত দিক) অনলাইন প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আহ্বানে এ মেলা অনুষ্ঠিত হবে। উই হাটবাজার সারা বাংলাদেশ একসাথে অনুষ্ঠিত হচ্ছে।
উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর সিলেট ডিভিশনাল হেড রুজি ইসলাম ও সিলেট জেলার ডিস্ট্রিক্ট হেড শামসুন্নাহার সুমা জানান, আমাদের মেলাতে দেশীয় পণ্যের নারী উদ্যোক্তাদের স্টল থাকবে। স্টলগুলো আমাদের দেশীয় ঐতিহ্যবাহী পণ্য কাপড়, গহনা, বই, ইফতারী পণ্য, কেক ইত্যাদির সমাহার রয়েছে। উক্ত মেলা সফল ও স্বার্থক করে তোলার জন্য সিলেটের সর্বস্তরের মানুষকে মেলা পরিদর্শন করার জন্য আহ্বান জানান। বিজ্ঞপ্তি