ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্লাবিত হয়েছে শায়েস্তাগঞ্জের নিম্নাঞ্চল

rising sylhet
rising sylhet
অক্টোবর ১০, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

টানা বৃষ্টি-উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে খোয়াই ও সুতাং নদীর পানি। প্লাবিত হয়েছে শায়েস্তাগঞ্জের নিম্নাঞ্চল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শাক সবজিসহ বিভিন্ন ফসলের। তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুর ও ফিশারির মাছ।

বন্যায় উপজেলার তিন ইউনিয়নের ১৫ গ্রামের এক হাজার একর ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর জব্বার বলেন, অনেক কষ্ট করে দুই বিঘা জায়গাতে শিম, লাউ, চিচিঙ্গা, পুইশাকসহ বিভিন্ন প্রজাতির সবজি লাগিয়েছিলাম। কিন্তু বন্যার পানিতে সব ডুবে গেছে।

ক্ষতিগ্রস্ত মাছের খামারের মালিক সুমন মিয়া বলেন, উজানের পানির কারণে আমার অনেক বড় ক্ষতি হয়েছে। প্রায় দুই লাখ টাকার মাছ ভেসে গেল। আমার মতো অনেকেরই এমন ক্ষতি হয়েছে।

নিশাপট গ্রামের আরেক কৃষক শফিক মিয়া বলেন, সবজিক্ষেত তো শেষ। তিন বিঘা জমিতে শিম চাষ করেছিলাম। কিন্তু বন্যার পানি সব নিয়া গেলো। এখন কি করে সংসার চালাবো ভেবে পাচ্ছি না।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, উপজেলায় মোট সবজি ছিল ২১০ হেক্টর। এর মধ্যে ৭৬ হেক্টর সবজি পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। বাকি সবজিগুলো কম বেশি নষ্ট হয়েছে। খুব অল্প সবজির জমি হয়তো থাকবে। পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির হিসাবটা আমরা করতে পারবো।

এ ব্যাপারে ব্রাক্ষনডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া বলেন, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আমার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।