রাইজিংসিলেট- আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা ও উপজেলা শাখার যৌথ সভা অনুষ্ঠিত।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা ও উপজেলা শাখার যৌথ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে এই আলোচনা সভার আওয়াজন করা হয়।
সভায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটিকে সিলেটে কিভাবে আরো বেগবান করা যায় সেদিক সকলের সহযোগিতা কামনা করা হয় এবং কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচীতে স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি কোঠা আন্দোলন, মুক্তিযোদ্ধা সংগঠনের ডাটাবেজ এবং পরিচয়পত্র তৈরী করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা শাখার সভাপতি ফাহিম আজাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনএম ময়না মিয়ার পরিচালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আহসান মিশু, সহ সভাপতি এ জেড খালেদ, দুলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক সাহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক ফারুক হোসেন, সহ সম্পাদিকা মোছা. রিতা আক্তার, ওসমানীনগর উপজেলা সভাপতি মো. জাহেদুল আম্বিয়া কার্জন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান মুনিম, বিশ্বনাথ উপজেলা সভাপতি হাছন আলী, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সদস্য বিশ্বজিৎ কুমার দেব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মনির হোসাইন, ফরহাদ আহমদ, দ্বীপ দাস, রহিমা আক্তার লুবনা, রুমি বেগম, রুবেল আহমদ, জাহেদ আহমদ, সালমা আক্তার, রহিমা আক্তার, ফাহিমা, রহিম উদ্দিন, করিম উদ্দিন, সলমান আহমদ, ফারুক আহমদ, রুহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি