• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রান ৭১ ম্যারাথনে ফিনিশিং পদক পেলেন আরিফ উদ্দিন (ওলি)

risingsylhet.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩
রান ৭১ ম্যারাথনে ফিনিশিং পদক পেলেন আরিফ উদ্দিন (ওলি)

রান ৭১ আয়োজনে সিলেট সামার ১০কি.মি দৌড় ম্যারাথনে অংশগ্রহণ করে ফিনিশার পদক লাভ করেছেন মো.আরিফ উদ্দিন (ওলি)। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের সার্কিট হাউস থেকে শুরু হয় এই ম্যারাথনটি। পরে লাক্কাতুরাস্থ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

মো. আরিফ উদ্দিন (ওলি) জানান, আমি সব সময় এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছি। আমে মনে করি এই অর্জন শুধু আমার নয়, এই অর্জন সিলেটের। এছাড়াও যারা আমাকে সহযোগিতা করে আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি বিভিন্ন উশু ও বক্সিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায় থেকে সিলেট বিভাগের জন্য পদক অর্জন করেছি। এছাড়াও আমি জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিজেকে তুলে ধরতে চাই এবং সকলের দোয়া ও সহযোগিতায় সিলেটের সুনাম বৃদ্ধি করতে চাই।

৮৪ বার পড়া হয়েছে।