ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অ গ্নি কা ণ্ডে র ঘটনা নিতহ মা-মেয়ের মরদেহ হবিগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে

rising sylhet
rising sylhet
মার্চ ১, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

অগ্নিকাণ্ডের ঘটনা নিতহ মা-মেয়ের মরদেহ হবিগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নিকট আত্মীয় অয়ন রায় নিহত মা রুবি রায় এবং মেয়ে প্রিয়াঙ্কা রায়ের মরদেহ গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি হবিগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

মালিবাগ থেকে মা-মেয়ে এসেছিলেন বেইলি রোডের কাচ্চি ভাইয়ে। রাতের খাবার শেষে আবার ফিরে যাওয়ার কথা ছিল আপন নীড়ে। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। আগুন পুড়িয়ে দিয়েছে সব স্বপ্ন। মা-মেয়ের রাত কাটাতে হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

নিহত রুবি রায়ের ভাগিনা অয়ন রায় বলেন, আমার মামী রুবি রায় এবং মামাতো বোন প্রিয়াঙ্কা রায় মালিবাগ থেকে এসেছিলেন বেইলি রোড। রাতের খাবার শেষে আবার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি আর হয়নি। আগুনের ঘটনায় ধোঁয়ায় তাদের মৃত্যু হয়েছে। পরে সকালে আমরা মরদেহ শনাক্ত করেছি। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে ২জনের মরদেহ নিয়েছি। এখন গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বালেশ্বরপুরে নিয়ে যাওয়া হবে। এরপর সেখানেই বাকি কার্যক্রম সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো ভবনটি পুড়ে যায়। এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।