ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অতিবৃষ্টির কারণে বন্যায় নগরীর শিবগঞ্জবাসীর বেহাল দশা

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- অতিবৃষ্টির কারণে ভোগান্তিতে নগরীর শিবগঞ্জ। বৃহস্পতিবার থেকে আজ শনিবার (৭ অক্টোবর) পর্যন্ত সিলেটে টানা বৃষ্টিতে নগরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি তলিয়ে গেছে পানিতে। শনিবার রাত ২টার পর থেকে পানি বাড়তে বাড়তে সকালে বন্যায় পরিনত হয়।

নিরুপায় হয়ে সাধারণ মানুষ দেখছেন কিছু করতে পারছেন না। চোখের সামনে প্রয়োজনীয় জিনিস ভিজে নষ্ট হচ্ছে তারাও ভিজে একাকার হয়েছেন। হাঁটুসমান পানি সড়কে চলাচলে রীতিমতো নাকাল হতে হচ্ছে শিবগঞ্জ নগরবাসীকে।

সরেজমিনে দেখা গেছে, অতিবৃষ্টির কারণে সিলেট নগরের প্রায় সব এলাকার সড়কে বন্যা তৈরি হয়েছে। তবে শিবগঞ্জের উর্মি এলাকা ও মজুদদার পাড়া, মিরাবাজার এ-সব এলাকায় মানুষের ভোগান্তি একটু বেশিই হচ্ছে। বাসার সামনে গাড়ি রাত্রে পার্কিং করে সকালে খুজতে হচ্ছে গাড়ি। এদিকে গত দুদিন এ মৌসুমের সবচেয়ে লাগাদার বৃষ্টি হয়েছে সিলেটে। এছাড়া এই বৃষ্টিতে সিলেট নগরের শিবগঞ্জ উর্মি ডিবি অফিসের ভিতরে নিচু এলাকায় বন্যার রুপে দেখা গেছে… ভিডিও দেখতে উর্মি এলাকার https://fb.watch/nwCqnxcfPI/?mibextid=Nif5oz

শিবগঞ্জের রাস্থার বেহাল দশা- https://fb.watch/nwCxyqNcMI/?mibextid=Nif5oz

পানির স্রুত- https://fb.watch/nwCyC327Mz/?mibextid=Nif5oz

শিবগঞ্জ এলাকায় থাকা মোহাম্মদ শামিমের সাথে কথা বললে তিনি জানান- কিচ্ছু কওয়ার নাই ভাই আমরা জঙ্গলে আর মঙ্গলে থাকার সমান ওইগেছে। মেঘ দিলেই বন্যা রইলো বাকী মশার যন্ত্রণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।