চলতি মাসে ঘরের মাঠে ভারত সিরিজ ও ইংল্যান্ড সফরে অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির কিংবদন্তি ক্রিকেটার সনাত জয়সুরিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার জেরে পদত্যাগ করেন ক্রিস সিলভারউড। তাই নতুন হেড কোচ খুঁজতে হচ্ছে শ্রীলঙ্কাকে।
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে চলতি মাসের শেষদিকে ভারতকে আতিথেয়তা দেবে শ্রীলঙ্কা। এরপর আগস্টে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে তারা।
সদ্য সমাপ্ত বিশ্বকাপেও অবশ্য পরামর্শক হিসেবে কাজ করেছেন জয়সুরিয়া। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সাবেক এই অলরাউন্ডার। তিন ফরম্যাট মিলিয়ে লঙ্কানদের হয়ে ৫৮৬ ম্যাচ খেলে ২১ হাজার ৩২ রান করেছেন তিনি।
১০১ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।