ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার ওপর নি ষে ধা জ্ঞা জারি করেছে সিলেট জেলা প্রশাসন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট জেলা প্রশাসন। পরিবেশ রক্ষায় কঠোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি সিলেট জেলায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা বেড়েছে। কিছু অসাধু ব্যক্তি এ কাজে জড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছেন। এসব কারণেই পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুসারে জেলায় পাহাড় ও টিলা কাটার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশটি সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সিলেটে পাহাড় ও টিলা কাটার ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে টিলা কাটা চলছিল। এ অবস্থায় প্রশাসন এ ধরনের কার্যক্রম বন্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।