
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন রিজুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে কটালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান জানান, ‘বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিজু উত্তর কুশিয়ারা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রউফের ছেলে ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।