আঘাত আসলেই ঘুরে দাঁড়িয়েছে এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ।
বাঙালী জাতি কখনোই তাদের উপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তকে মেনে নেয়নি বলে জানিয়েছেন,হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ।
আঘাত আসলেই ঘুরে দাঁড়িয়েছে। ভাষার অধিকার প্রতিষ্টায়ও অনুরূপভাবে ১৯৫২ সালে বাঙ্গালী জাতি জেগে উঠেছিল।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিনয়ত আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বাড়াতে অবদান রাখছেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে এ অনুষ্টানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, প্রাণী সস্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ, ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমুখ।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।