
আজ মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও চেলসি। ২০১৮ সালের পর দীর্ঘ সাত বছর পর আবারও দুই ক্লাব মুখোমুখি হতে যাচ্ছে। দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
৪ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে বার্সেলোনা ও ১২তম স্থানে রয়েছে চেলসি। এই ম্যাচে যারা জয় পাবে তারাই এগিয়ে যাবে।
তাই চেলসির বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বার্সেলোনা। এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন মার্কাস রাশফোর্ড ও ফ্রেঙ্কি ডি জং।
বার্সেলোনার শুরুর সম্ভাব্য একাদশ: জোয়ান গার্সিয়া (গোলরক্ষক), রোনাল্ড আরাউজো, জুলেস কুন্ডে, কিউবারসি, বলদে, এরিক গার্সিয়া, ডি জং, লামিন ইয়ামাল, ফারমিন লোপেজ, রাশফোর্ড ও লেভানদভস্কি।
চেলসির বিপক্ষে বার্সেলোনার স্কোয়াড,গোলরক্ষক: জোয়ান গার্সিয়া, ওজসিচ সেজেসনি, দিয়েগো কোচেন। ডিফেন্ডার: আলেজান্দ্রো বলদে, রোনাল্ড আরাউজো, পাউ কিউবারসি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, জেরার্ড মার্টিন, জুলেস কুন্ডে, এরিক গার্সিয়া। মিডফিল্ডার: ফার্মিন লোপেজ, মার্ক ক্যাসাডো, দানি ওলমো, ফ্রেঙ্কি ডি জং, মার্ক বার্নাল, ড্রো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: ফেরান টরেস, রবার্ট লেভানদভস্কি, লামিন ইয়ামাল, রাফিনিয়া, মার্কাস রাশফোর্ড, রুনি বার্দঘজি।