
মৌলভীবাজার প্রতিনিধি::মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টায় স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ জনসভা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। সুযোগ পেলে এলাকার অবহেলিত উন্নয়নখাতগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবো। ন্যায়, সততা ও সুশাসন প্রতিষ্ঠা আমার প্রধান লক্ষ্য।
তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ, যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করেন।
অন্যান্য বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে যোগ্য, সৎ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। তারা মাওলানা আমিনুল ইসলামের পক্ষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি ও এলাকার অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। জনসভায় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, তরুণ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।