রাইজিংসিলেট- আরিফুল হক চৌধুরীর হোয়াটসঅ্যাপ হ্যাক, প্রতারণার চেষ্টা বিকাশের মাধ্যমে। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। হ্যাকাররা তার ব্যবহৃত নম্বর (+880 1733-327800) ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে টাকা চেয়ে বার্তা পাঠাচ্ছে।
শনিবার (২৭ জুলাই) এ বিষয়ে আরিফুল হক চৌধুরী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সবাইকে সতর্ক করে দিয়েছেন। তিনি লিখেছেন,
“সকলের সহযোগিতা ও অবগতির জন্য অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অজ্ঞাত প্রতারক চক্র দ্বারা হ্যাক হয়েছে বলে নিশ্চিত হয়েছি। আপনার/আপনাদের কাছে কোন ধরনের যোগাযোগ করা হলে রেসপন্স না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং প্রতারিত ও বিভ্রান্ত হবেন না।”
তিনি সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন এই প্রতারণা চক্রের ফাঁদে না পড়েন এবং হ্যাকারদের পাঠানো বার্তায় সাড়া না দেন।