ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউব ও গুগলের বিরুদ্ধে মা ম লা করলেন তারকা দম্পতি

rising sylhet
rising sylhet
অক্টোবর ২, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

 জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন এবার লড়াইয়ে নামলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে। ইউটিউব ও তার মূল সংস্থা গুগলের বিরুদ্ধে তারা দায়ের করেছেন মানহানি ও গোপনীয়তা লঙ্ঘনের মামলা।

অভিষেক ও ঐশ্বরিয়ারঅভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক এবং স্ক্রিনশট, যেখানে এআইর মাধ্যমে তৈরি ভিডিওতে তাদের নিয়ে ‘ভয়াবহ’, ‘যৌন উসকানিমূলক’ এবং ‘কাল্পনিক’ বিষয়বস্তু দেখানো হয়েছে। আদালতে দেওয়া পিটিশনে তারা উল্লেখ করেছেন, ইউটিউবে এমন একাধিক ভিডিও পাওয়া যায়, যেখানে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর উপায়ে চিত্রিত করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তারকা দম্পতি গুগল এবং অন্যদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করছেন। একই সঙ্গে এ ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এই তারকা দম্পতি।

এ বিষয়ে আবেদনকারী তারকা দম্পতি যুক্তি দেন, এ ধরনের ভিডিও কেবল তাদের সুনামকেই আঘাত করছে না; বরং এটি তাদের গোপনীয়তার মৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।