
মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এই শ্লোগানকে ধারন করে ইতালিতে সিলেট একতা সংগঠনের আত্মপ্রকাশ ।
ইতালির কাতানিয়ায় বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীরা গত ১৪ মে বুধবার ” সিলেট একতা সংগঠন ” নামে অভিষেক ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
৩৪ সদস্য বিশিষ্ট কমিটিতে উপদেষ্টা মনোনিত করা হয় আব্দুর রহিম,মামুন আহম ও আাসাদ আহমদ।
অর্থ সম্পাদক :রাজন মিয়া,প্রচার সম্পাদক: কয়েছ আহমদ, জয়নুল আলম ও নুরু উদ্দিনকে নিয়ে সংগঠনের কমিটি গঠন করা হয়।
সভায় জানানো হয় এই সংগঠন রাজনীতিমুক্ত সচেতন একটি সামাজিক সংগঠন। ছিন্নমুল মানুষের পাশে দাঁড়ানো।সামাজিক সঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে সিলেট একতা সংগঠন গুরুত্বারোপ ভাবে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন: ফখর উদ্দিন, মো:সাইফুল,আবুল খায়ের,সাইফুল ইসলাম, মোস্তকিম তালুকদার, ইকবাল,সোলেমান, সায়েম প্রমুখ।