
রাইজিং সিলেট – দেশের শীর্ষ বিমান সংস্থা ইন্ডিগো এক অভূতপূর্ব বিপর্যয়ের মুখে। একদিনেই ২০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আর নভেম্বর মাসে মোট বাতিল উড়ান ১,২৩২। এতে দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
ডিজিসিএ সংস্থার কাছে কারণ জানতে রিপোর্ট চেয়েছে। নতুন ডিউটি-টাইম নিয়মে পাইলট ও কেবিন ক্রুর অভাব তৈরি হওয়ায় দিনে বিভিন্ন সময়ে কর্মীসংখ্যায় টান পড়ছে। যাত্রীর ভিড় বাড়ায় চাপ আরও বেড়েছে, ফলে ইন্ডিগোকে বহু ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তন করতে হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।