
রাইজিংসিলেট- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এই অঞ্চলের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তা জনগণের মনে চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ গেট সংলগ্ন মাঠে ‘বিশ্বনাথ উপজেলা ও পৌরবাসী’-এর আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল এবং যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও আমির আলী। সভায় আরও বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, সাবেক চেয়ারম্যান খায়রুল আমিন আজাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।